Wednesday, March 28, 2018

আইপিএল 2018 এর দরজা বন্ধ স্মিথ এবং ওয়ার্নার এর

Posted by Tripal5 on Wednesday, March 28, 2018

দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই এবার মাঠে নামতে হবে রাজস্থান রয়্যালস ও  সানরাইজস হায়দরাবাদকে। ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাসনে পাঠালে আইপিএল (2018) এ মাঠে নামা হবে না স্মিথ - ওয়ার্নার এর। আগেই   এ কথা জানিয়েছিল BCCI। বুধবার বল বিকৃতি কাণ্ডে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের এবং ব্যানএঞফটকে  নয় মাসের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবার আইপিএল থেকে স্মিথ - ওয়ার্নারকে নির্বাসিত করলো BCCI ও।
আইপিএল এ ক্রিকেটের স্পিরিট বজায় রাখাই মূল উদ্দেশ্য বোর্ড এর। বল বিকৃতি  কাণ্ডে দোষী এমন ক্রিকেটারদের  তাই 2018 আইপিএল এর দরজা বন্ধ হয়ে গেল।

Previous
« Prev Post
Oldest
You are reading the latest post

No comments:

Post a Comment