Saturday, March 31, 2018

গোসানীমারী নাম সৃষ্টির কারণ

Posted by Tripal5 on Saturday, March 31, 2018

 প্রথমেই মনে প্রশ্ন জাগে 'গোসানী' কথাটির অর্থ কি?  স্থান এর নামই কেন গোসানীমারী?     গোসানীমঙ্গল গ্রন্থ থেকে জানা যায় যে মঙ্গলকাব্যে গোসানীদেবীর মাহাত্ম্য বর্ণনা আছে। কিন্তু কোথাও দেবীর নাম গোসানীদেবী নেই। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে গোসানীমারী এবং গোসানীদেবী নিয়ে।
এই স্থানে এককালে বহু সংখ্যক বৈষ্ণবভক্ত গোসাই বাস করতেন। সেই অনুযায়ী এই স্থানের নাম হয়                                                গোসাইবাড়ী >গোসানীবাড়ী>গোসানীমারী।             আর এই স্থানের পুজিত দেবীর নাম দাঁড়ায় গোসানীদেবীতে। অন্যমতে কামতাপুরের রাজা কান্তেশর গোসাই বসতি অঞ্চলে চন্ডীদেবীর পূজা প্রচলিত করেন, প্রতি গৃহে এই দেবীর পূজার প্রচলন হয়। ঘরে পূজিত বলে এই অঞ্চলের দেবীকে '' ঘর-গোসানী'' বলা হত। গোসানী মন্দির প্রতিষ্ঠিত হবার পর মন্দির ও তৎসংলগ‌ণ  স্থানটিকে 'গোসানীমারই' বলা হত, পরবর্তী কালে যাহা 'গোসানীমারীতে 'রূপান্তরিত হয়েছে।
আর একটি মতে হোসেন শাহের আক্রমণ কালে এই অঞ্চলের বিষ্ণুভক্ত গোসাইদের হত্যা করা হয়, সেই ঘটনাকে Soronio করে রাখার উদ্দেশ্যে এই স্থানের নাম হয় *গোসানীমারী*                                                                                                                                                                                                                                                               
<div data-WRID="WRID-152248039439585146" data-widgetType="staticBanner"  data-class="affiliateAdsByFlipkart" height="250" width="250"></div><script async src="//affiliate.flipkart.com/affiliate/widgets/FKAffiliateWidgets.js"></script>

Previous
« Prev Post

No comments:

Post a Comment